সংবাদ প্রতিনিধি ত্রিপুরা আগরতলা:- ৩দফা দাবির ভিত্তিতে সারা রাজ্যব্যাপি ১৫ মিনিটের এক কর্মসূচি হাতে নিল আমরা ১০৩২৩ শিক্ষক সংগঠন। তাদের দাবিগুলি হল মুলত ১০৩২৩ শিক্ষকদের স্থায়ী সমাধান করা, ১০৩২৩ এর মধ্যে যারা মারা গেছেন তাদের পরিবারে একটি করে সরকারি চাকরি দেওয়াসহ, এই বিপন্ন মুহূর্তে যারা নিজেদের জিবনের ঝুকি নিয়ে নিজেদের কর্তব্যে সচল রয়েছেন তাদের প্রতি দৃষ্টি দেওয়া। পাশাপাশি এদিন আমরা 10323 শিক্ষকের এক শিক্ষিকা রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ এর আইন হাতে না নেওয়ার মতবাদকে কেন্দ্র করে বলেন রাজ্যে শিক্ষা মন্ত্রী কোনো রকমের আন্দোলন যদি পছন্দ না করে থাকেন তাহলে চাকুরিচ্যুতির এতদিন পরেও কেন তাদের জন্য স্থায়ী সমাধান হল না বলে মন্তব্য করেন।