Site icon janatar kalam

মন্দিরে তালা ঝুললেও পরিবারের মঙ্গল কামনায় সিঁদুর খেলায় মাতলেন মহিলারা

সংবাদ প্রতিনিধি ত্রিপুরা আগরতলা:- আজ হিন্দু ধর্মাবলম্বীদের অম্বাবুচি তিথি. এই তিথিতে রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়ি মহিলাদের সিঁদুর খেলায় ও দর্শনার্থীদের ভিড়ে মন্দিরের পূজা অন্যমাত্রা পেত, কিন্তু এবছর মহামারী করোনা ভাইরাস আতঙ্কে রাজ্যের জেলাশাসক মন্দিরে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে আর এই নিষেধাজ্ঞা কে মান্যতা দিয়ে মন্দিরের গেটের তালা ঝোলালো পুরোহিতরা, গেটে তালা ঝুলানোর পরেও মন্দিরের বহির্ভাগে নিজেদের পরিবারের মঙ্গল কামনায় সিঁদুর খেলায় মাততে দেখা যায় মহিলাদের, গেটে তালা ঝুলানো নিয়ে মন্দিরের এক পূজারীকে জিজ্ঞেস করা হলে তিনি জানান মহামারী করোনা ভাইরাস সংক্রমণ যাতে না বাড়ে তারই পরিপ্রেক্ষিতে জেলাশাসকের নির্দেশকে মান্যতা দিয়ে মন্দিরে তালা ঝুলানো হয় বলে জানান তিনি.

Exit mobile version