Site icon janatar kalam

সরকারি ড্রাইভার নিয়োগে বিজেপি সরকারকে করা নির্দেশ উচ্চ আদালতের

বিভিন্ন সরকারি দপ্তরে ড্রাইভার নিয়োগ নিয়ে জোর ধাক্কা খেলো রাজ্য সরকার। মঙ্গলবার উচ্চ আদালতের বিচারপতি এস তলাপাত্র এক রায়ে বঞ্চিত ৫০০যোগ্য বেকারকে পুনরায় নিয়োগের নির্দেশ দেয়। উল্লেখ্য ২০১৫ সালে তৎকালীন বামফ্রন্ট সরকার ওই যুবকদের নিয়োগ করেন সরকারি ড্রাইভার পদে ২০১৮ সালে নতুন সরকার ওই চাকুরী গুলি বেআইনি বলে বাতিল করে দেয় এনিয়ে ক্ষুব্দ চাকরি প্রাপকরা রাজ্য সরকারের বিরুধ্যে উচ্চ আদালতে মামলা করে।এই মামলার রায়ই মঙ্গলবার ঘোষিত হয়। আগামী ৩মাসের মধ্যে রাজ্য সরকার কে পুনরায় তাদের নিয়োগ করার নির্দেশ দেন। জানালেন বরিষ্ট আইনজীবী পুরুষউত্তম রায় বর্মন।

Exit mobile version