সংবাদ প্রতিনিধি ত্রিপুরা আগরতলা:- বর্তমানে মহামারী করোনা ভাইরাসের এই করুন মুহূর্তে সাংবাদিকরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে রাজ্যের জনগণের কাছে সঠিক তথ্য বা খবর পৌছে দেওয়ার উদ্দেশ্যে নিজেদের দায়িত্বে সচল রয়েছেন, তাই রাজ্যের সাংবাদিকদের ও তাদের পরিবারের লোকজনদের সুস্বাস্থ্য কামনায় রাজধানীর প্রেসক্লাবে সাংবাদিকদের উদ্দেশ্যে আই এল এস এর উদ্যোগে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়, এদিনের শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন আগরতলা প্রেসক্লাবের সভাপতি সুবল দে উপস্থিত ছিলেন সম্পাদক প্রণব সরকার সহ অন্যান্য কর্মকর্তারা. এদিন আগরতলা প্রেসক্লাবের সভাপতি সুবল দে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের আইএলএস হাসপাতালকে কৃতজ্ঞতা জানান, কেননা আইএলএস হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকেই রাজ্যের সাংবাদিকদের পাশে সবসময় থেকেছেন বলে জানান তিনি. পাশাপাশি রাজ্যের সাংবাদিকদেরও আইএলএস হাসপাতালের পাশে থাকা অঙ্গীকারবদ্ধ বলেও জানান. তাছাড়া ভবিষ্যতেও আই এল এস হাসপাতাল এভাবে সাংবাদিকদের পাশে থাকবেন বলে আশা ব্যক্ত করেন তিনি.