Site icon janatar kalam

কৃষির কর্পোরেটাইজেশন বন্ধ এবং আয়সহায়তা ও স্বাস্থ্য নিরাপত্তা দাবিসহ ৬ দফা দাবিতে রাষ্ট্রপতির কাছে ই মেইল প্রেরণ কর্মসূচিতে সারা ভারত কৃষক সভা

সংবাদ প্রতিনিধি ত্রিপুরা আগরতলা: শনিবার রাজধানীর মেলারমাঠস্থিত ভানু ঘোষ স্মৃতি ভবনে সারা ভারত কৃষক সভা পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে ছয় দফা দাবির ভিত্তিতে রাষ্ট্রপতির কাছে ইমেইল প্রেরণ কর্মসূচির আয়োজন করা হয়. এই দিনের কর্মসূচিতে সিপিআইএম পশ্চিম জেলার সম্পাদক পবিত্র কর এবং সিপিআইএম প্রাক্তন বিধায়ক রাজকুমার চৌধুরী হাত ধরে রাষ্ট্রপতির কাছে ই-মেইল পালন কর্মসূচী সম্পন্ন করা হয়. এদিন বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম পশ্চিম জেলা সম্পাদক পবিত্র কর কেন্দ্রের নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারকে জনবিরোধী সরকার বলে আখ্যায়িত করে তিনি জানান কৃষক ও শ্রমজীবী জনগণ যারা প্রকৃতপক্ষে সম্পদ সৃষ্টি করেন তাদের ন্যায্য দাবি উপেক্ষা করছে সরকার এবং সরকার কৃষিকে কর্পোরেটদের হাতে তুলে দিতে ও ফসলের ন্যূনতম সহায়ক দাম ক্ষেতমজুরদের কার্যকর কর্মসংস্থান ও ন্যূনতম মজুরি অস্বীকার করার লক্ষ্যে অধ্যাদেশ সমূহ. তারই পরিপ্রেক্ষিতে সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে ছয় দফা দাবির ভিত্তিতে তারই পরিপ্রেক্ষিতে সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে ছয় দফা দাবির ভিত্তিতে দেশের রাষ্ট্রপতি কাছে এই ইমেইল প্রেরণ কর্মসূচি বলে জানান তিনি. দাবিগুলো হলো ২৩ কোটি আয়কর দাতা পরিবারকে প্রতিমাসে ৭৫০ টাকা করে ছয় মাস আয় সহায়তা দিতে হবে এবং আগামী ছয় মাস প্রত্যেক ব্যক্তিকে প্রতি মাসে ১০ কেজি খাদ্যশস্য বিনামূল্যে দিতে হবে, তাছাড়া সকলের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং সমস্ত করোনা আক্রান্ত রোগীর বিনামূল্যে চিকিৎসা করতে হবে, পাশাপাশি সকল কৃষি মজুরের দৈনিক ৬০০ টাকা মজুরি দিয়ে ২০০ দিনের কর্মসংস্থানের ব্যবস্থা করাসহ মোট ছয় দফা দাবিতে তাদের এই কর্মসূচি. এদিন শ্রী কর ভারত-চীন সীমান্তে চলা বিবাদ নিয়ে প্রধানমন্ত্রী সর্বদলীয় বৈঠক নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন এই মহামারী করোনা ভাইরাসের পরিস্থিতিতে কোন রকমের যুদ্ধ ছাড়াই দু’দেশের মধ্যে আলোচনাক্রমে যাতে মীমাংসার পথে হাঁটে সরকার সে দিকে আশা রাখছেন তিনি.

Exit mobile version