Site icon janatar kalam

স্মার্ট সিটির সার্ভিলেন্স ক্যামেরা পরিদর্শনে এডিশনাল এসপি ও আইটি সেক্টরের একটি দল

সংবাদ প্রতিনিধি ত্রিপুরা আগরতলা: আগরতলা স্মার্ট সিটি অন্তর্গত রাস্তা রাস্তা ঘাটে যে সমস্ত সার্ভিলেন্স ক্যামেরা গুলো রয়েছে সেগুলো ইনস্টলেশনের ব্যাপারে খতিয়ে দেখতে পরিদর্শনে গেলেন এডিশনাল এসপি মিহির লাল দাস এর নেতৃত্বে আইটি সেক্টরের একটি প্রতিনিধি দল. এদিন এডিশনাল এসপি বেলাল দাস জানান রাজ্যের কোন কোন জায়গায় সার্ভিলেন্স ক্যামেরা ইন্সটল করলে পুলিশের সহায়তা হবে এবং রাজ্যের যে ১১০ টি লোকেশন রয়েছে তা সবগুলো যাতে এই সার্ভিলেন্স ক্যামেরার আওতায় আনা যায় তার চেষ্টা করা হবে.

Exit mobile version