সংবাদ প্রতিনিধি ত্রিপুরা, আগরতলা: শুক্রবার মহাকরণে সাত দফা দাবির ভিত্তিতে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশনে মিলিত হন “ত্রিপুরা এরাবিক এডুকেটেড ফোরাম। তাদের দাবি হলো রাজ্যে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে যে ২.৫৭ এবং ২.২৫ করা হয়েছে সেক্ষেত্রে এসপিইএমএম আওতাভুক্ত শিক্ষকদেরও অন্তর্ভুক্ত করার দাবি , এবং এসপিইএমএম আওতাভুক্ত মাদ্রাসা শিক্ষকদের নিয়মিতকরণ ও মাদ্রাসা শিক্ষা উন্নতিকরণে মাদ্রাসা বোর্ড স্থাপনসহ মোট ৭ দফা দাবি এরা মহাকরণে শিক্ষামন্ত্রীর সাথে মিলিত হন। তাছাড়া এদিন এরা রাজ্যের মুখ্যমন্ত্রী যেন তাদের দাবিগুলি দ্রুত পূরণ করে দেয় তার দাবিও রাখেন।