জনতার কলম,এিপুরা,উদয়পুর প্রতিনিধি :-
বেহাল রাস্তা নির্মাণের দাবিতে এবার সরব হলেন পদ্মশ্রী পুরস্কার প্রাপক বেণী চন্দ্র জমাতিয়ার পরিবার। উদয়পুর মহকুমার দক্ষিণ মহারানি নোয়াবাড়ি তৈনানী সড়কটি গত ত্রিশ বছর ধরে অর্ধ নির্মিত অবস্থায় পড়ে আছে। পঁচিশ বছরের বাম শাসনের আমলে এই রাস্তাটি নির্মাণ করে দেওয়ার জন্য বহুবার দাবি উঠলেও রাস্তাটি নির্মাণ করা হয়নি বলে অভিযোগ বেণী চন্দ্র জমাতিয়ার কনিষ্ঠা কন্যা তথা প্রধান শিক্ষিকা পূর্নীনি জমাতিয়ার। প্রতিশ্রুতি দিয়ে ভোট বৈতরণী পার হওয়ার পর আর কেউ ফিরে তাকায়নি রাস্তাটির দিকে। এমনকি কংগ্রেস জোট সরকারের আমলেও দাবি উঠেছিল রাস্তাটি নির্মাণ করে দেওয়ার জন্য। আজও নোয়াবাড়ি, হাতিছড়া , কৃষ্ণভক্ত , তৈনানী , আদিপুরের উপজাতি অংশের মানুষের দাবি পূরণ হয়নি। আশা করেছিল বিজেপি জোট সরকার ক্ষমতায় আসলে রাস্তাটি নির্মাণ হয়ে যাবে। আড়াই বছর অতিক্রান্ত হয়ে গেলেও রাস্তাটি নির্মাণের কোন উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছেনা বলে জানান। বাম সরকারের শেষ পাঁচ বছরে প্রায় সাত কিলোমিটার লম্বা রাস্তাটি ইটের মেটেল বিছানো হলেও কার্পেটিং এর কাজ আর হয়নি। প্রতিদিন এই রাস্তাটি দিয়ে শত শত মানুষ যাতায়ত করে। বর্ষা আসলে এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল তো দূরের কথা পায়ে হেঁটে চলাচল করাও দূঃসাধ্য। পদ্মশ্রী পুরস্কার প্রাপকের পরিবার ভেবেছিল এই রাস্তাটি পাকা রাস্তা হবে তাই এই রাস্তার পাশে বাড়ি করেছিলেন। কিন্তু এই আশা আজও পূরণ হলনা। বিজেপি আইপিএফটি জোট সরকারের কাছে তাদের দাবি দ্রুত এই রাস্তাটি সংস্কার করে জনগনের চলাচলের যোগ্য করে দেওয়া করে দেওয়া হউক।