কলকাতা: লাদাখ পরিস্থিতি সামাল দিতে সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই বৈঠক প্রসঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘কঠিন সময়ে দেশের পাশে আছি।’ আজ বুধবার সাংবাদিক বৈঠকে একথা বলেন তিনি। তিনি আরো বলেন, ‘আমরা দেশের জন্য গর্বিত। এই পরিস্থিতিতে আমরা একসঙ্গে লড়াই করব। এই কঠিন সময়ে দেশের সঙ্গে আছি।’ শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকা সর্বদলীয় বৈঠকেও তৃণমূল থাকবে বলে ইঙ্গিত মুখ্যমন্ত্রীর কথায়। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই ২ জওয়ানের পরিবারের জন্য ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ও ১ জন সদস্যকে সরকারি চাকরি দেওয়ার কথা ঘোষণা করেন।