কেন্দ্রীয় বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা দিয়েছেন যে এল আই সি ও আই ডি বি আই কে বিক্রি করে বাজার থেকে ৯০হাজার কোটি টাকা তুলবে। মঙ্গলবার রাজধানীর প্যারাডাইস চৌমুহানিস্থিত এল আই সি সদর কার্য্যালয়ে সারা ভারত বীমা কর্মচারী সমিতি, ন্যাশনাল ফেডারেশন অফ ইন্সুরেন্স ফিল্ড ওয়ার্কার্স ইন্ডিয়া এবং এল আই সি ক্লাস ১ অফিসার্স ফেডারেশন এর যৌথ উদ্যোগে কেন্দ্রের এই ঘোষণার তীব্র প্রতিবাদ জানান। তারা মনে করেন যে এটি একটি আত্ম্যঘাতী ঘোষণা এর ফলে দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে এবং দাবি জানান এই ঘোষণা যেন অতি শীঘ্রই প্রত্যাহার করেনেন।