জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা, আগরতলা: তিন বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এরা. কিন্তু বিয়ের ঠিক এক বছর পরে পনের দাবিতে মারধর করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় সেই গৃহবধূটিকে বলে অভিযোগ গৃহবধূর. কিন্তু স্বামীর অত্যাচার দিন পর দিন বাড়তে থাকায় তঠস্থ গৃহবধূ তার অভিযোগ স্বামী পণের দাবিতে মারধর করেন এবং তার শিশুসহ গৃহবধুটির ভরণ-পোষণের কোন দায় দায়িত্ব বহন করছেন না স্বামী বলে জানান তিনি. একদিকে যখন স্বামীর অবহেলায় বাপের বাড়িতে দিনযাপন করছেন গৃহবধূ টি ঠিক তখনই স্বামী আরেকটি মেয়েকে ঘরে নিয়ে আসে বলে জানা যায় বলে জানান গৃহবধুটি. তাই আজ থানায় দ্বারস্থ হলেন নিজের প্রাপ্য ভরণ-পোষণ এবং অত্যাচারে সুষ্ঠু বিচারের দাবিতে এবং মামলা করেন স্বামীসহ শ্বশুর-শাশুড়ি বিরুদ্ধেও.