Site icon janatar kalam

প্রধানমন্ত্রীর প্রেরিত চিঠি ও মাক্স বিতরণে রাজ্য মহিলা মোর্চার নেত্রীরা

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলা: দেশে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার পর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিছু যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন এবং সাফল্য পেয়েছেন যার মধ্যে রয়েছে কাশ্মীরের ৩৭০ ধারাকিছু যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন এবং সাফল্য পেয়েছেন যার মধ্যে রয়েছে কাশ্মীরের 370 ধারা থেকে শুরু করে তিন তালাকের প্রথা উচ্ছেদের মত সিদ্ধান্ত, তাই সারাদেশের সাথে রাজ্যের জনগণের প্রতি খুশি হয়ে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পিছনে সারা দেশের জনগণের সাথে ত্রিপুরা রাজ্যের জনগণের ও সঠিক সিদ্ধান্তের হাত রয়েছে বলে জানান তিনি , তারই পরিপেক্ষিতে সারা দেশের জনগণের সাথে ত্রিপুরা রাজ্যের জনগণের কাছেও তিনি খুশি ব্যক্ত করে একটি চিঠি প্রেরণ করেন, আজ তা বিজেপি রাজ্য মহিলা মোর্চা ও বর্দোয়ালি মন্ডলের মহিলা মোর্চার উদ্যোগে প্রধানমন্ত্রীর প্রেরিত চিঠি ও মার্কস বিতরণ করা হয় সাধারণ জনগণের মধ্যে. এদিন এ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য মহিলা মোর্চা সভানেত্রী ঝরনা দেববর্মা সহ সংগঠনের অন্যান্য নেত্রীরা.

Exit mobile version