জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলা: গোটা দেশের বর্তমান এই পরিস্থিতি কে সামনে রেখে কমিউনিস্ট পার্টি মার্কসবাদী পক্ষ থেকে পলিটব্যুরো বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত অনুসারে দেশব্যাপী চার দফা দাবির ভিত্তিতে কর্মসূচির আয়োজন করা, সারাদেশের সাথে রাজ্যে ও বিভিন্ন জায়গায় এই কর্মসূচি পালন করা হয়. এদিনে কর্মসূচি থেকে সিপিআইএমের পলিটব্যুরোর সদস্য প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার বক্তব্য রাখতে গিয়ে বিপন্ন পরিবারের জন্য ১০ কেজি চাল ৬ মাসের জন্য বরাদ্দ করার পাশাপাশি রান্নার গ্যাস ও অন্যান্য আনুষাঙ্গিক বাবদ সদস্যদের সাড়ে সাত হাজার টাকা করে দেওয়ার জন্য দাবি রাখেন, পাশাপাশি গ্রামে গঞ্জে রেগার কাজ বিগত দিনে ৪০ থেকে ৪২ দিন রয়েছে সেটাকে বাড়িয়ে ২০০ দিন করার পাশাপাশি রেগার মজুরি ৩৪০ টাকা করা ও সঠিক সময়ে প্রদান করার দাবি রাখেন এবং যদি তা না পারেন তাহলে ৭ দিনের মধ্যে তাঁদের প্রাপ্য মজুরি তাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করার দাবী রাখেন, তার পাশাপাশি টুয়েবের কাজ ও জারি রাখার দাবী রাখেন. তাছাড়া এ দিনের কর্মসূচি থেকে রাজ্য যে বেকার রয়েছে তাদের মধ্যে বেকার ভাতা প্রদানের দাবি রাখেন শ্রী সরকার. এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষা মন্ত্রী তপন চক্রবর্তী বামফ্রন্ট চেয়ারম্যান বিজন ধর, প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরী, প্রাক্তন বিদ্যুৎ পরিবহন মন্ত্রী মানিক দে সহ অন্যান্য নেতৃত্বরা.