জনতার কলম,এিপুরা,উদয়পুর প্রতিনিধি :- এিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির র্কমসূচি অংশ হিসেবে সোমবার সকাল ১১ টায় উদয়পুর জেলা কংগ্রেস নেতৃত্বরা গোমতী জেলা শাসকের নিকট ৭ দফা দাবিতে বিক্ষোভ ও ডেপুটেশন প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেভাবে প্রস্তুত ছিল পুলিশ বাহিনীও। কিন্তু এখন কোভিড ১৯ এর ফলে সামাজিক দুরত্ব মেনে চলতে হবে সবাইকে। তাই পুলিশ প্রশাসন কংগ্রেস র্কমীদের মিছিল করার অনুমতি না দেওয়ার কারনে দীর্ঘক্ষন বাকবিতন্ডায় জরিয়ে পড়ে পুলিশের সাথে কংগ্রেস নেতৃত্ব। পরে কংগ্রেসের র্কমী সমথর্করা এদিন উদয়পুর জেলা কংগ্রেস ভবনে মানব শৃঙ্খল তৈরী করে বিক্ষোভ প্রদর্শন করে। এদিন কংগ্রেসের সমস্ত র্কমীদের মধ্যে মাস্ক, গ্লাভস পড়ে বিক্ষোভ সমাবেশে অংশ গ্রহন করে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উদয়পুরের জেলা কংগ্রেসের সভাপতি সৌমিএ বিশ্বাস ও জেলার দায়িত্ব প্রাপ্ত কংগ্রেস নেতা ডাঃ প্রদীপ কুমার বর্ধন বক্তব্য রাখতে গিয়ে তিনি তীব্র ভাষায় আক্রমণ করেন কেন্দ্র ও রাজ্যের শাসক দল বিজেপি কে।