Site icon janatar kalam

সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ প্রসঙ্গ রাস্তার বেহাল দশা উদয়পুর বনদোয়ার এলাকায়

জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- উদয়পুর থেকে মহারাণী যাওয়ার সড়ক পথটি বেহাল দশায় পরিণত। বনদোয়ার এলাকায় পৌঁছতেই বড় বড় খানাখন্দের মধ্যে পড়তে হয় যান চালকদের। দীর্ঘদিন ধরে এই সড়ক পথের বেহাল দশা। রাস্তা খারাপ থাকার কারণে বহু যান দুর্ঘটনার শিকার হতে হচ্ছে গাড়ি চালক থেকে শুরু করে যাএীদের।যদি রাজ্য সরকার রাস্তা সংস্কারে হাত না বাড়ায় তাহলে আগামীদিনে বড়সড় যান দূর্ঘটনার সাক্ষী হতে হবে উদয়পুরের বনদোয়ার এলাকার লোকজনের। অভিমত ঐ রাস্তায় চলাচল কারী নিত্য যাএীদের। কবে নাগাদ রাজ্যের জোট সরকার রাস্তা সংস্কারে এগিয়ে আসে, সেদিকে তাকিয়ে রাজ্যের জনতা।

Exit mobile version