জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলা, রবিবার রাজধানীর শিশু বিহার স্কুলে, শিশুবিহার বিদ্যালয়ের প্রাক্তনীদের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়, উক্ত রক্তদান শিবিরে রাজ্যের শিক্ষা মন্ত্রী রতনলাল নাথ বক্তব্য রাখতে গিয়ে বলেন রক্তের কোন জাত হয়না না হিন্দু না মুসলিম না খ্রিস্টান, কিন্তু কোন মুমূর্ষু রোগী যখন রক্ত পেয়ে সুস্থ হয়ে ওঠে তখন তার মধ্যে সেই জাতপাত ধর্মের ভেদাভেদ শুরু হয়ে যায়. তাছাড়া তিনি এই রক্তদান শিবির কে অন্য মাত্রায় পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে সমাজের সকল অংশের মানুষের কাছে এগিয়ে আসার আহ্বান রাখেন. এদিনই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা প্রেসক্লাবের সম্পাদক প্রণব সরকারসহ সংগঠনের কর্মকর্তারা.