জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা, আগরতলা: চিকিৎসা গাফিলতির অভিশাপ যেন কিছুতেই পিছু ছাড়ছেনা রাজধানীর আইজিএম হাসপাতালকে. জানা যায় গতকাল রাতে রাজধানীর আইজিএম হাসপাতালে ডেলিভারির জন্য নিয়ে আসা হয়, যথাসময়ে বাচ্চা ডেলিভারির পর কিছুক্ষন পর জানিয়ে দেওয়া হয় বাচ্চাটি মৃত বলে. কিন্তু রোগীর আত্মীয়ের দাবী বাচ্চাটি পুরো সুস্থ ছিল বলে, এদিকে কর্তব্যরত চিকিৎসকের দাবী বাচ্চাটি নাকি পেটের ভিতরেই গলায় ফাঁস লাগার কারণে মারা যায় জন্মের আগেই. এই ঘটনাকে ঘিরে খণ্ডযুদ্ধ বাঁধে রোগীনীর আত্মীয় ও কর্তব্যরত সিকিউরিটি গার্ডের মধ্যে রাজধানীর আইজিএম হাসপাতাল চত্বরে. রোগিণীর আত্মীয়ের অভিযোগ তাদেরকে প্রবেশ করতে দেয়নি বেসরকারি নিরাপত্তা বাহিনীর গার্ডরা, তারা যদি প্রবেশ করতে দিতো তাহলে পরিস্থিতি অন্নরকম হতো বলে মন্তব্য করেন রোগীনীর আত্মীয়রা.