কোভিড১৯-এ আক্রান্ত হলেন প্রাক্তন পাক তারকা অল-রাউন্ডার শাহিদ আফ্রিদি। গত বৃহস্পতিবার থেকে শারীরীক অসুস্থতা অনুভব করায় করোনা পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেন তিনি। পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছেন প্রাক্তন পাক ক্রিকেট তারকা।শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তাঁর করোনা আক্রান্ত হওয়ার কথা নিজেই জানিয়েছেন আফ্রিদি। তিনি লেখেন, ‘বৃহস্পতিবার থেকেই শরীরটা ভালো যাচ্ছিল না। খুব খারাপ বোধ করছিলাম। উপায় না দেখে করোনা পরীক্ষা করাই এবং দুর্ভাগ্যবশত রিপোর্ট পজিটিভ এসেছে। দ্রুত সুস্থতার জন্য তোমাদের প্রার্থনা চাইছি, ইনশা আল্লাহ।’সবচেয়ে হাই-প্রোফাইল ক্রিকেট ব্যক্তিত্ব হিসেবে করোনা আক্রান্ত হলেন আফ্রিদি। এর আগে তাঁর দেশোয়ালি একদা
সতীর্থ তৌফিক উমরও আক্রান্ত হয়েছিলেন মারণ ভাইরাসে। যদিও তিনি করোনাকে হারিয়ে এখন সম্পূর্ণ সুস্থ। স্বাভাবিকভাবেই দেশের হয়ে ৩৯৮ ওয়ান-ডে ম্যাচ খেলা আফ্রিদির করোনায় আক্রান্ত হওয়ার খবরে উৎকণ্ঠা ছড়িয়েছে তাঁর অনুগামীদের মধ্যে।