Site icon janatar kalam

১০৩২৩ এর মানববন্ধনে পুলিশের বাধা

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা, বিশ্রামগঞ্জ: শুক্রবার দুপুর একটায় সিপাহীজলা জেলার ১০৩২৩ এড হক শিক্ষক সংগঠনের পক্ষ থেকে একঘন্টা মানববন্ধন আয়োজন করা হয়, যেহেতু লকডাউন তাই শিক্ষক সংগঠনের কর্মচারীরা সামাজিক দূরত্ব বজায় রেখে এই মানববন্ধন করার জন্য বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়াম থেকে যখন রাস্তায় নামতে ছিলেন ওই সময়ে বাঁধা দেন মহকুমা পুলিশ আধিকারিক সুদীপ্ত পাল বিশ্রামগঞ্জ থানার ওসি পান্নালাল ঘোষ সহ বিশাল পুলিশ এবং টিএসআর মহিলা পুলিশ কনস্টেবল. যদিও শিক্ষক সংগঠনের নেতৃত্ব ১০৩২৩ এ জেলার নেতৃত্ব কারী দেলোয়ার হোসেন অমৃত দেববর্মা বিশ্বজিৎ দেববর্মা প্রবীর দেববর্মা পুলিশকে বিশ্রামগঞ্জ বাজারে রাস্তার পাশে ১ঘন্টা মানববন্ধন করার জন্য আবেদন করেন কিন্তু পুলিশ তা মানেননি, পরবর্তী সময়ে বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়াম দাঁড়িয়ে খানিকটা সময় মানববন্ধন করেন আমাদের চাকরির স্থায়ী সমাধানের দাবিতে. যদিও পুলিশ সমস্ত শিক্ষক শিক্ষিকাদের আটকে রাখবার হুমকি পর্যন্ত দেয়, পরবর্তী সময় পুলিশের হস্তক্ষেপে বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে ১০ মিনিট মানববন্ধন করার পর পুলিশের ভয়ে ১০৩২৩ শিক্ষক কর্মচারীরা মাঠ ছেড়ে চলে যান. পরে সংগঠনের নেতৃত্ব দলোয়ার হোসেন বলেন রাষ্ট্রপতি সরকার সুপ্রিম কোর্টে একটি এফ আই আর ডাইরি করেছেন দ্রুত ডাইরিটি তদারকি করে পুনরায় ১০৩২৩ শিক্ষকদের নিয়োগ করা নিয়ে.

Exit mobile version