জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলা: করোনা আতঙ্কের জেরে রাজ্যে লকডাউন এর মাঝে রাজ্যের বিভিন্ন বাজারে যেন ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে যেন সামাজিক দূরত্ব বজায় থাকে তারই পরিপেক্ষিতে রাজধানীর লেইক চৌমুহনী বাজার কে বিবেকানন্দ ময়দানে স্থানান্তরিত করা হয়েছিল, কিন্তু বৃষ্টির কারণে মাঠে জল জমে যাওয়ার ফলে ব্যবসায়ীরা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন এবং তার মধ্যে কিছু ব্যবসায়ী অসুস্থ হয়ে পড়ে বলে জানা যায়. এ বিষয়ে কথা বলতে গিয়ে লেইক চৌমুনী বাজার কমিটির চেয়ারম্যান জানান ব্যবসায়ীদের সমস্যার কথা মাথায় রেখে দুই থেকে তিনবার সদর মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছিলেন তখন মহকুমা শাসক তাদেরকে জানান রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে বাজার স্থানান্তরিত হয়েছিল এখন সেই মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেই সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন. তারপর সদর মহকুমা শাসকের কোন হেলদোল পরিলক্ষিত হচ্ছিল না অবশেষে গতকাল স্থানীয় বিধায়ক সুরজিৎ দত্তের কথাই বাজার পুনরায় নিজের জায়গায় ফিরে আসে বলে জানান তিনি.