Site icon janatar kalam

স্পেশাল নার্সের গাফিলতির কারণে মৃত্যু চারদিনের এক কন্যার

জনতার কলম, এিপুরা উদয়পুর প্রতিনিধি:- স্পেশাল নার্স কর্তৃক শিশু যত্নের অভাবে মৃত্যু হল চারদিনের এক কন্যা শিশুর। সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার ভবানীপুরে নিবাসী সুমন দাসের স্ত্রী মৌসুমী দাস সরকারকে ৪ দিন পূর্বে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি করা হয় উদয়পুর টেপানিয়াস্থিত গোমতী জেলা হাসপাতালে । সেখানে এক কন্যাসন্তানের জন্ম দেয় মৌসুমি । ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার ভোররাতে স্পেশাল নার্সের গাফিলতির কারণে মৃত্যুর কোলে ঢলে পড়ে সেই শিশু কন্যাটি। এমনটাই অভিযোগ পরিবারের লোকজনদের। এই ঘটনা জানাজানি হতেই পরিবারের লোকেদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়।

Exit mobile version