Site icon janatar kalam

10323 মামলার রাজ্যের মূল নায়ক চরিলাম এর দেবাশীষ পাল চৌধুরী প্রয়াত

বৃহস্পতিবার সকালে চরিলাম ব্লকের কানাই বাড়ি গ্রামের দেবাশীষ পাল চৌধুরী সকালে হূদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন আজ সকালে। বিশালগড় মহকুমা হাসপাতাল নিয়ে যাওয়া হয় সেখান থেকে হাপানিয়া নিয়ে যাওয়ার পথেই মারা যান। মৃত্যুর খবর শুনে জড়ো হন পাড়া-প্রতিবেশী সহ সহকর্মীরা। দেবাশীষ পাল চৌধুরী 10323 মামলার মূল নায়ক ছিলেন এছাড়াও 2012-13 সনে শিক্ষক অশিক্ষক কর্মচারী মামলার নায়ক ছিলেন দেবাশীষ পাল চৌধুরী। চরিলাম রবীন্দ্র-নজরুল সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের একনিষ্ঠ কর্মী ছিলেন উনার উনার উনার মৃতদেহটি আনা হয়েছে চরিলাম রবীন্দ্র-নজরুল সংস্কৃত চর্চাকেন্দ্র শেষ বারের মত বিদায় দেওয়ার জন্য উপস্থিত হন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উনার শেষ বিদায় জানান চর্চা কেন্দ্রের সভাপতি অজিত পোদ্দার চরিলাম বিজেপি মন্ডল সভাপতি রাজ কুমার দেবনাথ সমাজসেবী তাপস দাস অমল দেবনাথ সহ অনেকেই উনার দেহ নিয়ে যাওয়া হয়। দেবাশীষ পাল চৌধুরী একজন বিশিষ্ট তবলা বাদক ছিলেন উনার মৃত্যুতে সমবেদনা জানান ছন্দ বাণী।

Exit mobile version