Site icon janatar kalam

আগরতলায় আটকে অনাহারে জীবন কাটাচ্ছেন তিন বাংলাদেশী নাগরিক

লকডাউন এ পূর্বে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকে উচ্চশিক্ষা ক্ষেত্রে ও চিকিৎসা ক্ষেত্রে হরিয়ানা ও ব্যাঙ্গালোর এসেছিলেন , গত ৬ তারিখ দেশে ফেরার উদ্দেশ্যে ত্রিপুরায় এসেছিলেন, কিন্তু রাজ্যে লকডাউন এর জন্য এরা দেশে ফিরতে পারেননি, এখন আপাতত এরা রাজধানী বেসরকারি হোটেলে দিনযাপন করছেন নেই খাবারের টাকা পয়সা, তারই পরিপেক্ষিতে দেশে ফেরার উদ্দেশ্যে রাজধানী আগরতলা স্থিত বাংলাদেশের হাইকমিশনার সাথে যোগাযোগ করলে কোন প্রকার হেলদোল নেই কমিশনের পক্ষ থেকে, এখন তাদের সরকারও কমিশনের কাছে একটাই দাবি তাদের দেশে ফেরার জন্য ব্যবস্থা করে দেবার.

Exit mobile version