Site icon janatar kalam

প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারত অভিযানের অবমাননা উদয়পুর পুর পরিষদের

জনতার কলম, উদয়পুর প্রতিনিধি :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গোটা ভারতবর্ষ কে পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য জোর দিয়েছেন স্বচ্ছতার উপর। কিন্তু তাঁর উল্টো চিএ দেখা যায় উদয়পুর পুর পরিষদের ১০ নং ওয়ার্ড এলাকায়। গলি রাস্তার পাশে দেওয়া ডাস্টবিন গুলি ময়লা আবজনা ভতি হয়ে রয়েছে বহুদিন ধরে। পরিস্কারের উদ্যােগ নেই শাসক দলের পরিচালিত উদয়পুর পুর পরিষদের। এছাড়াও এই এলাকায় বহু বৈদ্যুতিক খুঁটি গুলো বিকল হয়ে রয়েছে। রাত নেমে আসলে অন্ধকার হয়ে পড়ে গলিপথ গুলি। সমস্যায় পড়তে হয় জনগনকে। যখন করোনা ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পাবার জন্য বার বার পরিস্কার পরিচ্ছন্ন থাকতে বলা হচ্ছে সরকারী ভাবে। অন্যদিকে নরক গুঞ্জালে পরিণত উদয়পুর পুর পরিষদের ১০ নং ওয়ার্ডটি। এখন দেখার বিষয় কবে উদয়পুর পুর পরিষদ সাফাই কাজে হাত বাড়ায়। সেদিকে তাকিয়ে এলাকাবাসীরা।

Exit mobile version