Site icon janatar kalam

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো নাইটেঙ্গেল হেলথ কেয়ার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় একটি পরিচিত নাম নাইটেঙ্গেল হেলথ গ্রূপ। যে প্রতিষ্ঠান রাজ্য এবং বহির রাজ্যের বিভিন্ন চিকিৎসকেরা নিঃসন্তান দম্পতিদের চিকিৎসা পরিষেবা দিয়ে আসছে। নাইটেঙ্গেল হেলথ গ্রুপে নতুন পালক হিসেবে যুক্ত হয় নাইটেঙ্গেল নার্সিং হোম। যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে, আধুনিক প্রযুক্তিগত পরিকাঠামুর মাধ্যমে বিভিন্ন সার্জারি রাজ্য এবং বহিরাজের বহু চিকিৎসকরা করে চলেছেন। এবার সেই নাইটেঙ্গেল হেলথ গ্রুপের স্বাস্থ্যপরিসেবা সাধারণ জনগণের কাছে আরো সহজ ভাবে বেশি মাত্রায় পৌঁছে দিতে রাজধানীর গণরাজ চৌমুনীতে যাত্রা শুরু করলো নাইটেঙ্গেল হেলথ কেয়ার। যার আনুষ্ঠানিক সূচনা হলো মঙ্গলবার। এই হেলথ কেয়ার সেন্টারে রাজ্য এবং বহির রাজ্যের বিভিন্ন চিকিৎসকেরা প্রতিনিয়ত রোগী দেখবেন এবং তাদের স্বাস্থ্যপরিসেবা প্রদান করবেন। এমনটাই জানালেন নাইটেঙ্গেল হেলথ গ্রুপের কর্ণধার তাপস রঞ্জন সাহা।

Exit mobile version