Site icon janatar kalam

রাজ্যেও নানা আন্দোলন কর্মসূচি সংঘটিত করবে সংযুক্ত কিষান মোর্চা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
কৃষকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আগামীদিন রাজ্যেও নানা আন্দোলন কর্মসূচি সংঘটিত করবে সংযুক্ত কিষান মোর্চা। আর এই আন্দোলন কর্মসূচিকে সামনে রেখে মঙ্গলবার আগরতলা মেলারমাঠ স্থিত কৃষক খেতমজুর ভবনে অনুষ্ঠিত হলো রাজ্য কনভেনশন। কনভেনশনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত কিষাণ মোর্চার সর্বভারতীয় নেতৃত্ব হান্নান মোল্লা। এছাড়াও ছিলেন সারা ভারত কৃষক সভার রাজ্য সভাপতি অঘোর দেববর্মা, সম্পাদক পবিত্র কর সহ আরো অনেকে। কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে হান্নান মোল্লা বলেন, শ্রমিক ও কৃষক উৎপাদন করে। কৃষক খেতমজুর খাদ্য উৎপাদন করে, আর শ্রমিকরা উৎপাদন করে দ্রব্য। আর বাকিরা হলো উপভোগী। কৃষক খেতমজুররা যদি উৎপাদন না করে কেউ বাঁচবে না। অথচ আজ তাদের উপরে সবচেয়ে বেশি আক্রমণ নামিয়ে আনা হয়েছে। মনমোহন সিংয়ের আমলে অনেক লড়াই করে ১০০ দিনের কাজের অধিকার আদায় করা হয়েছিল। আর এখন সেই কাজ শেষ করে দিচ্ছে।

Exit mobile version