জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চুরি ও হারিয়ে যাওয়া ২৫ টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল পশ্চিম থানার পুলিশ। এদিকে হারানো মোবাইল খুজে পেয়ে পুলিশের প্রশংসায় পঞ্চমুখ মোবাইল মালিকরা।কথায় আছে পুলিশ ইচ্ছে করলে সাত হাত মাটির নিচ থেকেও আসামিকে ধরে আনতে পারে। ঠিক এরকমই একটি নজির করেছে রাজধানীর পশ্চিম থানার ওসি জয়ন্ত দে। কারো মোবাইল চুরি হয়েছিল ছয় মাস আগে আবার কারো মোবাইল চুরি হয়েছিল তিন মাস আগে। কেউবা সম্প্রতি হারিয়ে ফেলেছিল মোবাইল। এ জাতীয় বিভিন্ন অভিযোগ জমা পড়েছিল পশ্চিম থানাতে।অভিযোগ হাতে পেয়েই দেরি করেননি থানার অফিসার ইনচার্জ জয়ন্ত দে। চুরি যাওয়া মোবাইল লোকেশন জানার ট্রেকার মেশিনের সাহায্যে বহির রাজ্য বিহার সহ রাজ্যের বিভিন্ন থানা এলাকা থেকে ২৫ টি উদ্ধার করেছে। তারপরই প্রকৃত মোবাইল মালিকদের থানায় ডেকে পাঠিয়েছেন।রবিবার ছুটির দিনে কারো হারিয়ে যাওয়া কারো চুরি হওয়া মোবাইলগুলি হাতে তুলে দিলেন পশ্চিম থানার পুলিশ। এদিকে হারিয়ে যাওয়া মোবাইল পেয়ে দারুন খুশি মোবাইল মালিকরা। পুলিশের ভূমিকার উচ্চ প্রশংসার পাশাপাশি। থানার অফিসার ইনচার্জ জয়ন্ত দের কাজের উচ্চ প্রশংসা করেছেন অনেকে ব্যক্তিগতভাবে। প্রসঙ্গত শুধু মোবাইল নয়, রাজধানীর পশ্চিম ও পূর্ব থানার পুলিশ হারিয়ে যাওয়া বা চুরি হওয়া বাইক, স্কুটি, স্বর্ণালংকার, মোবাইল, ল্যাপটপ ইত্যাদি অনেক জিনিসপত্র উদ্ধার করে মালিকদের হাতে তুলে দেওয়ার খবর এর আগেও বহুবার প্রকাশিত হয়েছে। জনগণ বেশিরভাগ ক্ষেত্রেই পুলিশের সমালোচনায় ব্যস্ত থাকলেও এ সমস্ত কাজ গুলির ক্ষেত্রে কিন্তু আর প্রশংসা না করে থাকতে পারে না। ভালো পুলিশ অফিসারদের কাছে সঠিকভাবে তথ্য পৌঁছাতে পারলে প্রকৃত দোষীরা শাস্তির বাইরে থাকে না কখনোই। সেটাই প্রমাণ করে দেখালো এবার পশ্চিম থানার পুলিশ।