জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরাকে শিক্ষার হাব তৈরি করতে চলেছে সরকার। ইতিমধ্যেই দুটি সরকারি বিশ্ববিদ্যালয় ছাড়া আরও তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়েছে। উন্নত করা হচ্ছে পরিকাঠামো। বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা। রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলির পরিকাঠামো উন্নয়নে চলতি অর্থবছর বাজেটে বিরাট সংস্থান রেখেছে সরকার। এবারের বাজেটে ইনস্টিটিউট অফ এডভান্স স্টাডিজ ইন এডুকেশন এর জন্য ১০ কোটি টাকা রাখা হয়েছে, পাশাপাশি উদয়পুর নেতাজি সুভাষ মহাবিদ্যালয় এর জন্য ৪০ কোটি এবং এমবিবি কলেজের বিজ্ঞান বিভাগের পরিকাঠামো উন্নয়নে ৭৭ কোটি টাকা সংস্থান রাখা হয়েছে। বৃহস্পতিবার ইনস্টিটিউট অফ এডভান্স স্টাডিজ ইন এডুকেশন এর হীরক জয়ন্তী উৎসব অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই তথ্য তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা।
মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, ত্রিপুরা এখন সারাদেশের কাছে পরিচিত। বিশেষ করে ত্রিপুরার বহু ছেলে মেয়ে বিদেশের মাটিতে প্রতিষ্ঠিত।রাজ্যের ছেলেমেয়েদের প্রচুর মেধা রয়েছে, তাকে বিকশিত করতে পারলেই দেশ-বিদেশে ছড়িয়ে পড়বে তাদের প্রতিভা। মুখ্যমন্ত্রী বলেন টেলেন্টের দিক দিয়ে ত্রিপুরার ছেলেমেয়েরা কোন অংশেই কম নয়। তাদের এই ট্যালেন্টকে আরো বিকশিত করতে প্রধান ভূমিকা নিতে হবে শিক্ষকদের। এই দিনের হীরক জয়ন্তী উৎসবে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন, ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষিকা এবং রাজ্যের বিশিষ্ট ব্যক্তিবর্গ।