Site icon janatar kalam

বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে বৃক্ষরোপন কর্মসূচিতে পরিবহন মন্ত্রী প্রণজিত সিংহ রায়

বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে রবিবার সকালে উদয়পুর পুর পরিষদের ১৭ নং ওয়াডে উদয়পুর, সাব্রুম জাতীয় সড়কের পাশে বৃক্ষরোপন করেন পরিবহন মন্ত্রী প্রণজিত সিংহ রায়। এছাড়া এই বৃক্ষরোপন অনুষ্ঠানে ছিলেন উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, উদয়পুরে মহকুমা শাসক অনিরুদ্ধ রায় সহ বিভিন্ন ওয়াডের পুর কমিশনাররা। পরিবহন মন্ত্রী জাতীয় সড়কের পাশে মেহগনি গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপনের শুভ সূচনা করেন। বৃক্ষরোপন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে জানান এই মহামারী করোনা ভাইরাসকে যেমন সবাই মিলে হারাতে হবে। তেমনি পরিবেশ রক্ষা করার জন্য গাছ লাগিয়ে এই পৃথিবীকে বাঁচাতে হবে।

Exit mobile version