Site icon janatar kalam

মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচি এখন প্রত্যাশী মানুষের কাছে বিশ্বাস ও ভরসার স্থল হয়ে উঠেছে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচি এখন প্রত্যাশী মানুষের কাছে বিশ্বাস ও ভরসার স্থল হয়ে উঠেছে। ক্রমশ বাড়ছে মানুষের ভীড়। আজও তার ব্যতিক্রম হয়নি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ একরাশ প্রত্যাশা নিয়ে মুখ্যমন্ত্রীর সরকারী বাসভবনে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকারের সময় জনসাধারণ তাদের অভাব অভিযোগ ও সমস্যার কথা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন। মুখ্যমন্ত্রী প্রত্যেকের সমস্যার কথা শুনে তাদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরের সচিব ও আধিকারিকদের নির্দেশ দেন। আজ আগরতলার লামুড়ার বাসিন্দা সজল ঘোষ ও তার স্ত্রী চিকিৎসায় সাহায্যের আর্জি নিয়ে
মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। সফল বাবু লিভার ও কিডনিজনিত গুরুতর অসুখে ভুগছেন। সফল ঘোষ মুখ্যমন্ত্রীকে জানান, তার দু’বার হার্নিয়ার অপারেশনও হয়েছে। অসুস্থতার কারণে তিনি এখন কর্মহীন। সজল ঘোষের সমস্যার কথা শুনে মুখ্যমন্ত্রী সাথে সাথে জিবিপি হাসপাতালের মেডিক্যাল সুপারকে সজল ঘোষের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্দেশ দেন।
মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচিতে আাজ খোয়াইয়ের বাসিন্দা গীতা ঘোষ ব্লাড ক্যান্সারে আক্রান্ত তার স্বামীর চিকিৎসায় সাহায্যের জন্য মুখ্যমন্ত্রীর কাছে এসেছিলেন। মুখ্যমন্ত্রী পীতাদেবীর স্বামীর চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র দেখে ক্যান্সার হাসপাতালের মেডিক্যাল সুপারকে গীতাদেবীর স্বামীর চিকিৎসার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলেন। জিরানীয়ার বাসিন্দা অসীম দাস এসেছিলেন ব্লাড ক্যান্সারে আক্রান্ত তার বাবা কেশব দাসের চিকিৎসার সাহায্যের আবেদন নিয়ে। বর্তমানে কলকাতার একটি বেসরকারী হাসপাতালে অসীমের বাবার চিকিৎসা চলছে। চিকিৎসকরা অসীমের বাবার বোনমেরো ট্রান্সপ্ল্যান্টের পরামর্শ দিয়েছেন, যা অনেকটাই ব্যয়বহুল। অসীম তার সমস্যার কথা তুলে ধরলে মুখ্যমন্ত্রী সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন। তেমনি বড়জলার বাসিন্দা অমৃতলাল চৌধুরী ও তার স্ত্রী চিকিৎসার সাহায্যের আর্জি নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। অমৃতলাল চৌধুরী প্যানক্রিয়াস জনিত রোগে ভুগছেন এবং বহিরাজ্যে গিয়ে অপারেশনও করিয়েছেন। চিকিৎসকরা পুনরায় তাকে অপারেশন করার পরামর্শ দিয়েছে। মুখ্যমন্ত্রী অমৃতলাল চৌধুরীর সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন।
রামনগরের বাসিন্দা ভাস্কর কান্ট্রি কর ক্যান্সারে আক্রান্ত তার মায়ের চিকিৎসার সাহায্যের আর্মি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে এলে মুখ্যমন্ত্রী ক্যান্সার হাসপাতালের মেডিক্যাল সুপারকে ভাস্কর বাবুর মায়ের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচিতে আজ বড়দোয়ালির বাসিন্দা দীপ্তনু দে কর্মসংস্থানের আর্জি নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন। এক্ষেত্রেও মুখ্যমন্ত্রী সহায়তার আশ্বাস দেন। মুখ্যমন্ত্রীর সাথে জনগণের সাক্ষাতের সপ্তাহিক কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর সচিব ড. প্রদীপ কুমার চক্রবর্তী, স্বাস্থ্য দপ্তরের সচিব ড. দেবাশিষ বসু, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সচিব তাপস রায়, জিবিপি হাসপাতালের মেডিকাল সুপারিনটেন্ডেন্ট ডা. শঙ্কর চক্রবর্তী, আগরতলর অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেন্ডেন্ট ডা. শিরমনি দেববর্মা সহ সংশ্লিষ্ট অন্যান্য আধিকারিকগণ উপস্থিত ছিলেন। আজ মুখ্যমন্ত্রী সমীপেয় কর্মসূচিতে ২১ জন মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন।

Exit mobile version