Site icon janatar kalam

২৪-র রণকৌশল ঠিক করতে উত্তরে মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- উত্তর জেলায় সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা।মূলত লোকসভা নির্বাচনের রণনীতি ঠিক করতেই মুখ্যমন্ত্রী সাংগঠনিক বৈঠকে গুরুত্ব দিয়েছেন।চুরাইবাড়ি কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়েছে বিজেপির সাংগঠনিক বৈঠক।বৈঠকে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, ছাড়াও উপস্থিত ছিলেন জেলা সভানেত্রী মলিনা দেবনাথ ৷ কদমতলা ও বাগবাসা দুটি মন্ডল কমিটির সাংগঠনিক বৈঠক একত্রে হয় চুরাইবাড়ি কমিউনিটি হলে। বুধবার বিকাল ৩ টায় মুখ্যমন্ত্রী চুরাইবাড়ি আসতেই দলীয় নেতৃত্বরা বরণ করে নেয়। আগামী ২০১৪ লোকসভা নির্বাচনের রণকৌশল ঠিক করতেই এই সাংগঠনিক বৈঠক বলে জানালেন কদমতলা কুর্তি মন্ডল সভাপতি রাজা ধর। উল্লেখ্য উত্তর জেলায় মুখ্যমন্ত্রীর একাধিক সরকারি অনুষ্ঠান ছিল। বক্সনগরের বিধায়কের প্রয়াণে মুখ্যমন্ত্রীর সমস্ত সরকারি অনুষ্ঠান বাতিল করা হয়।

Exit mobile version