জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সিপিআইএম বিধায়ক শামসুল হকের মৃত্যুতে রাজ্যের সমস্ত সরকারি অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছে। প্রয়াত ও বিধায়কের প্রতি শ্রদ্ধা জানিয়ে ধর্মনগরে আয়োজিত রাজ্যভিত্তিক বনমহোৎসব হঠাতই বাতিল বলে ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, বনমহোৎসবের সূচনা করার কথা ছিল। জনগণ ভরা মাঠে হঠাৎই অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন মোবাইল বার্তায় অনুষ্ঠানটি স্থগিত করার জন্য উপস্থিত জনগণের কাছে ক্ষমাপ্রার্থনা করেছেন।