Site icon janatar kalam

রাজ্যে ইউনিটি মল নির্মাণ কাজ শীঘ্রই শুরু : মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
রাজ্যে ‘ইউনিটি মল’ নির্মাণের জন্য ফ্রুটমিল মাঠে প্রস্তাবিত জায়গাটি আজ সকালে মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা পরিদর্শন করেন। পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রীর সাথে মুখ্যসচিব জে কে সিনহা, শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রধান সচিব কে এস শেঠি, মুখ্যমন্ত্রীর সচিব ড. প্রদীপ কুমার চক্রবর্তী, আগরতলা পুর নিগমের কমিশনার ডা. শৈলেশ কুমার যাদব, সদর মহকুমার মহকুমা শাসক অরূপ দেব, শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা বিশ্বশ্রী বি সহ পূর্ত দপ্তরের পদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী ডা. সাহা প্রথমেই ইউনিটি মল নির্মাণের প্রস্তাবিত জায়গাটি ঘুরে দেখেন এবং জায়গাটির বিস্তারিত তথ্য সম্পর্কে অবগত হন।
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, লাইট হাউজ প্রজেক্টের মতো দেশের প্রতিটি রাজ্যেই একটি করে ইউনিটি মল নির্মাণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি স্বপ্নের প্রকল্প। প্রধানমন্ত্রীর সেই স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে রাজ্যেও একটি ইউনিট মল স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এবারের বাজেটেও এজন্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, প্রস্তাবিত জুটমিল মাঠে প্রায় চার একর জায়গাটিতে যোগাযোগ ব্যবস্থা সহ বিভিন্ন সুযোগ সুবিধা থাকায় এখানে ইউনিটি মল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ইউনিটি মল নির্মাণের মূল উদ্দেশ্য হল দেশের বিভিন্ন রাজ্যে উৎপাদিত বিখ্যাত পণ্য সহ রাজ্যের প্রতিটি জেলায় উৎপাদিত পণ্যগুলোর প্রদর্শন ও বিক্রয়। এর মাধ্যমে দেশের অন্যান্য রাজ্যগুলির সঙ্গে আমাদের রাজ্যের একটা সৌভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন হবে। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশও প্রস্তাবিত এই ইউনিটি মলে তাদের উৎপাদিত বিখ্যাত দ্রব্য প্রদর্শন করার ইচ্ছা প্রকাশ করেছে। সেই অনুসারে এই মলে বাংলাদেশের জন্য কয়েকটি স্টল রাখা হবে। আগামী ২০২৫ সালের ২৬ জানুয়ারি দেশের প্রতিটি রাজ্যের ইউনিটি মল একসঙ্গে উদ্বোধন করার লক্ষ্যমাত্রা নিয়েছেন প্রধানমন্ত্রী। সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখেই রাজ্যে ইউনিটি মল নির্মাণের কাজকে এগিয়ে নিয়ে যেতে চায় রাজ্য সরকার। এর নির্মাণ কাজ শীঘ্রই শুরু করা হবে বলে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান।

Exit mobile version