জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- যারা সমাজে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছে অথচ পড়াশোনায় তারা অত্যন্ত মেধাবী ও উৎসাহী তাদেরকে সাহায্য করাটা সমাজের প্রত্যেকের প্রয়োজন। তাদেরকে সাহায্য করলেই ভবিষ্যৎ প্রজন্ম আরও অনেক দূর এগিয়ে যাবে। সোমবার রাজধানীর শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রমের উদ্যোগে আয়োজিত পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে কথাগুলি বললেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। প্রসঙ্গত যেদিন আশ্রমের পক্ষ থেকে একাদশ শ্রেণীতে পাঠরত আর্থিকভাবে পিছিয়ে পড়া মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে ৭৩ জনের হাতে পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুর নিগমের সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।