জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গাছ শুধু লাগালেই চলবে না, গাছকে পর্যাপ্ত পরিচর্যাও করতে হবে। বর্তমানে গাছ লাগানোর জায়গাও সংকুলান হয়ে গেছে। তাই যেখানেই গাছ লাগানো হয় ,সেখানেই পরিচর্যা করে সেগুলোকে বাঁচিয়ে তুলতে হবে। তবেই সার্থকতা হবে গাছ লাগানোর। রবিবার রাজধানীর মেহের কালীবাড়িতে এক বৃক্ষরোপণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলি বললেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। দ্য ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ লায়ন্স ক্লাবস এর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অফ আগরতলা গ্যালাক্সির পরিচালনায় রাজধানীর প্রগতি রোডস্থিত মেহের কালীবাড়িতে আয়োজন করা হয়েছিল বৃক্ষরোপনে অনুষ্ঠানের।