জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মণিপুরের হিংসাত্মক ঘটনাবলী নিয়ে সরব হয়েছে এসএফআই,টিএসইউ। বর্তমান পরিস্থিতিতে মনিপুরে যে ধরনের ঘটনা সংঘটিত হচ্ছে তারই প্রতিবাদে এস এফ আই এবং টি এস ইউ দুই ছাত্র সংগঠন আগরতলা প্যারাডাইস চৌমুহনীতে বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করেছে। এই ধরনের হিংসাত্মক ঘটনাবলী অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে এক ইমেইল বার্তাও পাঠিয়েছে দুই ছাত্র সংগঠন। প্রসঙ্গত মণিপুরে হিংসাত্মক ঘটনায় প্রচুর লোকের প্রাণহানি ঘটেছে। সরকারি কর্মচারীসহ সাধারণ মানুষের প্রাণহানি ঘটেছে।বর্তমানে তার থেকেই পরিত্রাণ চাইছে সংগঠনগুলি।