গতকাল রাজ্যে নতুন করে পাওয়া ৫৫ জন করোনা পজেটিভ রোগীর মধ্যে ১ জন খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানাধীন এলাকার. জানা যায় পুনে থেকে বাড়িতে আসে সে । প্রথমে সেখানকার আশা কর্মিরা কোনও তথ্য দেয়নি স্বাস্থ্য দপ্তরে । দু’দিনের মাথায় পুলিশ প্রশাসন খবর পেয়ে তাকে কোয়ারেন্টাইনে দিয়ে আসেন । সেদিন থেকে নিজ বাড়িতেই আলাদা ঘরে কোয়ারেন্টাইনে ছিল সে । আজ তাকে রাজধানীর কোভিড হাসপাতালের উদ্যেশ্যে নিয়ে যাওয়া হয় প্রশাসনের তরফ থেকে অ্যাম্বুলেন্সে করে ।।