Site icon janatar kalam

উন্নতমানের চিকিৎসা পরিষবা প্রদানের জন্য তিনজনকে পাঠানো হলো দিল্লি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কুমারঘাটের উল্টো রথ কাণ্ডে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহতদের উন্নতমানের চিকিৎসা পরিষবা প্রদানের জন্য আগরতলা থেকে দিল্লিতে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে। শনিবার দুজনকে নিয়ে যাওয়া হবে। রবিবার নিয়ে যাওয়া হবে আরো এক জনকে। এদিন আহতদের দেখতে জিবি হাসপাতালে ছুটে যান ত্রিপুরার স্বাস্থ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত তথা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। তিনি কথা বলেন রোগী এবং চিকিৎসকদের সাথে ।পরে সংশ্লিষ্ট বিষয়ে সাংবাদিকদের অবগত করে মুখ্যমন্ত্রী জানান, জিবি হাসপাতালে আহতদের ভালই চিকিৎসা পরিষেবা চলছে। এই নিয়ে দিল্লির চিকিৎসকদের সাথে অনবরত পরামর্শ চলছে, সেই মতো আরো উন্নতমানের চিকিৎসা প্রদানের লক্ষ্যে আহত তিনজনকে রাজ্য সরকার দিল্লি পাঠাচ্ছে। গত ২৮ জুন উল্টো রথযাত্রার দিন কুমারঘাটের ইসকন মন্দিরের সুউচ্চ রথের চুড়া ৩৩ কেভি বিদ্যুৎ পরিবাহি তারের সংস্পর্শে এলে বিদ্যুৎপৃষ্ট হয়ন। রথে থাকা এবং রথের সংস্পর্শে থাকা সব পূণ্যার্থীরাই গুরুতর আহত হন ।এর মধ্যে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। গুরুতর আহত সাতজনকে জিবি হাসপাতালে নিয়ে আসার পথে এক শিশু মৃত্যুর কোলে ঢলে পড়ে।পড়ে জিবি হাসপাতালে চিকিৎসাধীন আহত ছয়জনের মধ্যে একজনের মৃত্যু হয়,। এই মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে পৌঁছয় ৮-এ। এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা রাজ্য।

Exit mobile version