বিশ্রামগঞ্জ আরএসএস নেতৃত্বরা রবিবার ভারতের বীর সেনা তথা রাজ্যের গর্ব বিজয় দেববর্মা প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এদিন আরএসএসের নেতৃত্বরা বিজয় দেববর্মা ছবিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন 39 লক্ষ ত্রিপুরাবাসীর গর্ব ছিলেন বিজয় দেববর্মা। উনারই অবদান দেশ কখনো ভুলবে না, তাছাড়া নেতৃত্বরা বলেন বিশ্রামগঞ্জ এলাকার শহীদ বীর জওয়ান বিজয় দেববর্মা ছিলেন দেশের গর্ব। ভারত মাতা কে রক্ষা করতে গিয়ে বরফের পাহাড়ের নিচে পড়ে জীবন দেন। বিজয় দেববর্মার এই আত্ম বলিদান গোটা দেশবাসী কখনো ভুলবে না। গতকাল সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিজয় দেববর্মা মর দেহ সৎকার করেন ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা।বিজয় দেববর্মা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠানে বিশ্রামগঞ্জ এর অনেক মানুষ স্বইচ্ছায় যোগদান করেছেন।