Site icon janatar kalam

খোয়াই নদীর পাড় ভাঙ্গণ রোধে উদ্যোগ নেওয়া হয়েছে : মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন জনবসতি সংলগ্ন এলাকা দিয়ে প্রবাহিত খোয়াই নদীর পাড় ভাঙ্গণ রোধে পূর্ত দপ্তরের জলসম্পদ বিভাগ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। ভাঙ্গণ রোধের জন্য দু’টি স্থান চিহ্নিত করা হয়েছে। যার মোট দৈর্ঘ্য ২০০ মিটার। এই দু’টি জায়গার ভাঙ্গণ রোধ করার জন্য এস্টিমেট তৈরী করে অর্থ দপ্তরের কাছে পাঠানো হয়েছে অনুমোদনের জন্য। অনুমোদন পেলে এবং প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা হলে কাজ হাতে নেওয়া হবে। আজ বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহা এই তথ্য জানান।
বিধায়ক এবং ট্রেজারি বেঞ্চের মুখ্যসচেতক কল্যাণী সাহা রায় এবং বিধায়ক রঞ্জিত দেববর্মা প্রশ্ন উত্থাপন করে জানতে চান খোয়াই নদীর পাড় ভাঙ্গণ রোধে জলসম্পদ বিভাগ থেকে কোন পদক্ষেপ নেওয়া হয়েছেকিনা। বিধায়কগণের আরেকটি প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, রামচন্দ্রঘাট বিধানসভার অন্তর্গত দ্বারিকাপুর সরকার পাড়া, গৌরাঙ্গ টিলার দক্ষিণ আলেপসা গ্রাম এবং কালিবাড়ি এলাকায় খোয়াই নদীর পাড় ভাঙ্গণ প্রতিরোধ করার কাজ পূর্ত দপ্তরের বিবেচনাধীন রয়েছে।

Exit mobile version