Site icon janatar kalam

উচ্ছেদকৃত পরিবার গুলিকে পুনর্বাসনের দাবি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- উদয়পুরের রাইয়া বাড়ির উচ্ছেদকৃত পরিবারগুলোকে পুনর্বাসনের দাবিতে গণ অবস্থানে সামিল হয়েছে তিনটি বামপন্থী সংগঠন। ত্রিপুরা পিপলস পার্টি, এসইউসিআই, সিপিআইএমএল গণ মঞ্চের উদ্যোগে রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনীতে তিন ঘন্টার গন অবস্থান পালন করা হয়েছে। এখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সি পি আই এম এল রাজ্য সম্পাদক পার্থ কর্মকার বলেন বিধানসভার ভিতরে এ নিয়ে ঝড় তোলার জন্য বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা,। সিপিআইএম বিধায়ক জিতেন্দ্র চৌধুরী, ও কংগ্রেস বিধায়কের কাছে পৃথক পৃথকভাবে দাবি জানিয়েছিল রাইয়া বাড়ির উচ্ছেদকৃত পরিবারগুলি। আর বিধানসভার বাইরে গণ অবস্থান পালন করেছি বামপন্থী তিনটি ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল।

Exit mobile version