জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাপের ছোবলে মৃত্যু হল এক গৃহবধূর। ঘটনা মধুপুর থানাধীন উত্তর কেনানিয়া এলাকায়।সংবাদে প্রকাশ, বুধবার বিকেলে ঘরে খাবার খাওয়ার সময়ে হঠাৎই গৃহবধূ সঙ্গীতা দেবের পায়ে ছোবল দেয় একটি বিষাক্ত সাপ। সঙ্গে সঙ্গেই পরিবারের লোকজন তাকে নিয়ে যায় মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখান থেকে অবস্থা বেগতিক দেখে দ্রুত পাঠানো হয় আইজিএম হাসপাতালে। এদিকে আইজিএম হাসপাতালে চিকিৎসকরা দেখেই তাকে জিবি হাসপাতালের রেফার করে দেয়। জিবি হাসপাতালে চিকিৎসকরা পরীক্ষায় নিরীক্ষা করার পর মৃত বলে ঘোষণা করে। আশ্চর্যের বিষয় পরিবারের লোকজন মৃত বলে মেনে নিতে না পেরে সাপে ছোবল দেওয়া গৃহবধূকে গোলাঘাটি এলাকায় এক উজাড় বাড়িতে নিয়ে যায় , এদিকে ওঝা গৃহবধূকে ফের জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। দিশেহারা হয়ে পরিবারের লোকজন আবার জিবি হাসপাতালে নিয়ে আসে গৃহবধূকে। শেষ পর্যন্ত জিবিতে চিকিৎসকরা রাখতে রাজি হয়নি, বাধ্য হয়ে আবার নিয়ে যায় মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখান থেকেই পরিবারের লোকজনের কাছ থেকে লিখিত রেখে মৃতদেহ পোস্টমর্টেম ছাড়াই তুলে দেওয়া হয়েছে।