Site icon janatar kalam

দেশ ও জাতি গঠনে গুরুদের মূল্যবান ভূমিকা রয়েছে : অর্থমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সামাজিক মূল্যবোধের পাশাপাশি দেশ ও জাতি গঠনে গুরুদের মূল্যবান ভূমিকা রয়েছে। গুরুদের এই গুরুত্বপূর্ণ ভূমিকা দেশ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। আজ উদয়পুরে রাজর্ষি কলাক্ষেত্রে গোমতী জেলাভিত্তিক গুরুপূর্ণিমা ও গুরু সম্বর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় একথা বলেন। তিনি বলেন, এই দিনটিতে আধ্যাত্মিক গুরুর পাশাপাশি শিক্ষা গুরুদেরও স্মরণ করা হয় এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। ছাত্রছাত্রীদের থেকে শুরু করে প্রত্যেকেই তাদের গুরুর আশীর্বাদ পেতে সচেষ্ট থাকেন। গুরুদেবের আশীর্বাদ পেলে অনেক কঠিন কাজও সহজেই সম্পন্ন করা যায়।
অনুষ্ঠানে এছাড়াও সমাজে গুরুদের অবদান নিয়ে আলোচনা করেন গোমতী জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি দেবল দেব রায়, গোমতী জেলার জেলাশাসক গভেকর ময়ূর রতিলাল, আমতলী বিবেক্নগরস্থিত রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী ভক্তিসুধানন্দ। অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী ভক্তিসুধানন্দ এবং অবসরপ্রাপ্ত শিক্ষক পীযূষ চক্রবর্তীকে সম্বর্ধনা প্রদান করেন। তাঁদের হাতে মানপত্র, উত্তরীয় ও শাল তুলে দেওয়া হয়৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদয়পুর পুর পরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার৷ তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং গোমতী জিলা পরিষদ, উদয়পুর পুর পরিষদ এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরের যৌথ সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

Exit mobile version