জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের বিভিন্ন কলেজে পরীক্ষার পর প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীদের বিভিন্ন বিষয় বেক এসেছে। যার ফলে চরম সমস্যায় পড়েছে রাজ্যের কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা। এ নিয়ে ত্রিপুরা কেন্দ্রীয় বিদ্যালয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে এবিভিপি। বিক্ষোভরত ছাত্রছাত্রীরা দেখা করেছে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে। উপাচার্য ছাত্রছাত্রীদের আশ্বাস দিয়েছেন অনতিবিলম্বে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তারপরেই ছাত্রছাত্রীরা আন্দোলন প্রত্যাহার করে নেয়। সকালে বিশ্ববিদ্যালয় চত্বরে শত শত ছাত্রছাত্রী বিক্ষোভে শামিল হয়েছিল। ছাত্র-ছাত্রীদের দাবি অবিলম্বে যাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন করে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করে।