জনতার কলম ওয়েবডেস্ক :- জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে জয়েন্ট ফোরাম ফর মুভমেন্ট অন এডুকেশন ত্রিপুরা চ্যাপ্টারের উদ্যোগে তিন ঘন্টার গণ অবস্থান পালন করা হয়েছে রবীন্দ্র ভবন প্রাঙ্গনে। জাতীয় শিক্ষানীতির অপব্যাখ্যা করে বামপন্থী দলগুলি আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। এই শিক্ষানীতির সুফল কিংবা কুফল সম্পর্কে ছাত্র-ছাত্রীদের অবগত করাতে না পারলেও বামপন্থী ছাত্র সংগঠনগুলির গদ বান্দা কিছু ডায়লগ ছাত্র-ছাত্রীদের সামনে রেখে উত্ত্যক্ত করছে ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।