জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- স্বাস্থাই অমুল্য সম্পদ। যোগা স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে। তাই দৈনন্দিন জীবনে যোগার গুরুত্ব অপরিসীম। আজ গোমতী জেলাভিত্তিক যোগা দিবসের উদ্বোধন করে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় একথা বলেন। গোমতী জিলা পরিষদ, উদয়পুর পুরপরিষদ, মাতাবাড়ি পঞ্চায়েত সমিতি, জেলা প্রশাসন এবং যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে চন্দ্রপুর সিন্থেটিক ফুটবল গ্রাউন্ডে আন্তর্জাতিক যোগা দিবস অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যোগার উপকারিতা বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোমতী জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি দেবল দেবরায়। স্বাগত বক্তব্য রাখেন গোমতী জেলার জেলাশাসক গোভেকার ময়ূর রতিলাল। উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায় ও উদয়পুর পুরপরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার