জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জনজাতিদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে, তাদেরকে আর্থিকভাবে পিছিয়ে ফেলে ক্ষমতায় টিকে থাকতে চাইছে বিজেপি। এটা কখনোই সম্ভব হবে না, যার প্রতিফলন দেখা গিয়েছে মনিপুরে। ভালোয় ভালোয় সব দাবি পূরণ না হলে, মনিপুরের ছায়া পড়তে পারে। হুমকি পদ্ধতি প্রদ্যুৎ কিশোর বর্মনের। জনজাতিদের কোনও দাবি পূরণ করছে না, বিজেপি সরকার। নির্বাচনের সময় একের পর এক প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না বিন্দুমাত্র। ভাষার অধিকার কেড়ে নিচ্ছে,। আর্থিকভাবে কোন ঠাসা করে ফেলছে। ভিলেজ কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত করছে না।সবকিছুতেই উদাসীন ভাব দেখাচ্ছে বিজেপি।ভাবছে জনজাতিদের বঞ্চিত করেই ক্ষমতায় টিকে থাকা যাবে। সেটা কিছুতেই সম্ভব হবে না। জনবিস্ফোরণ ঘটতে পারে মনিপুরের মত। বিদেশ থেকে রাজ্যে ফিরেই বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করেন প্রদ্যুৎ কিশোর দেব বর্মন। সম্প্রতি তিপরা মথা ছেড়ে বিজেপি দলে যোগ দেওয়া কর্মীদের প্রসঙ্গে প্রদ্যুৎ কিশোর বলেন। যেতে দাও, যারা দল ছেড়ে যাচ্ছে তারা পয়সার জন্য বিজেপির পিছনে ছুটছে,, কেউ কেউ আবার টিকিট পাওয়ার জন্য ছুটছে। যখন পাবেনা তখন আবার মহারাজ মহারাজ করবে। প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেন, গ্রেটার তিপড়া ল্যান্ডের দাবি. কোন অনৈতিক দাবি নয়। জনজাতিদের এই দাবি একদিন না একদিন পূরণ হবেই। যতক্ষণ না এই দাবি পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রদ্যুৎ কিশোর মাঠে রয়েছে। প্রসঙ্গত প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেন, আজকে আইপি এফ টি মন্ত্রি শুক্লাচরণ জমা দেওয়ার সামনে, বিজেপি সভাপতি বলতে পারে কখনোই গ্রেটার তিপড়া ল্যান্ড হবে না, এ কথা কখনোই এনসি দেববর্মা বা মেবার কুমার জমাতিয়াদের সামনে বলতে সাহস হয়নি। তবে প্রদ্যুৎ কিশোর পৃথক তীপ্রা ল্যান্ড করেই দেখাবে।