Site icon janatar kalam

দুর্দিনের সঙ্গী বিজয়ী প্রার্থী বীরজিৎ নয়, পরাজিত আশীষেই ভরসা কংগ্রেস হাই কমান্ডের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য কংগ্রেসের ব্যাটন দলের হাই কমান্ড তুলে দিলেন আগরতলা বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহার হাতে। দলের হাই কমান্ড শ্রী সাহার নাম প্রদেশ সভাপতি হিসেবে ঘোষণা করার পর, সোমবার আনুষ্ঠানিকভাবে এই পদে নিজের দায়িত্বভার গ্রহণ করলেন শ্রী সাহা। এদিন সকালে প্রদেশ কংগ্রেস ভবনে শ্রী সাহা দায়িত্বভার গ্রহণ করার আগে, তাকে উষ্ণ অভ্যর্থনা জানান দলের বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাঙ্গল সহ এক ঝাঁক প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। তবে এই দায়িত্বভার গ্রহণ কালে অনুপস্থিত ছিলেন সদ্য প্রাক্তন সভাপতি বিধায়ক বিরোজিৎ সিনহা, বিধায়ক গোপালচন্দ্র রায় সহ আরো অনেকে।এদিন সভাপতির আসনে বসেই আশীষ কুমার সাহা কেন্দ্র ও রাজ্য সরকার এবং শাসক দলের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন রাজ্যের ডাবল ইঞ্জিনের সরকারে স্বৈরাচারী শাসন চলছে। জনগণের অধিকার কেড়ে নিচ্ছে এই সরকার। সংবিধান অমান্য করে মানুষের বাকস্বাধীনতা থেকে শুরু করে কর্মসংস্থান, অর্থনৈতিক অবরোধ তৈরি করে রেখেছে তারা। তাদের বিরুদ্ধে জনগণের যে লড়াই তাকে শক্তিশালী করতে প্রত্যেকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

Exit mobile version