জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নয়া শিক্ষানীতিতে গোটা রাজ্যে বেশ কিছু বিদ্যালয়কে বিদ্যা জ্যোতি প্রকল্পের আওতায় আনা হয়েছে। যার ফলে বিদ্যালয়ে গুলিতে আর দুই শিফটে ক্লাস হচ্ছে না। প্রাইমারি, হাই ও হায়ার সেকেন্ডারি এক শিফটেই সমস্ত ক্লাস হচ্ছে। বর্তমানে বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীন সমস্ত স্কুলগুলিতে খোলা হচ্ছে প্রি প্রাইমারি সেকশন। যেখানে ছোট ছোট ছেলে মেয়েদের সম্পূর্ণ সাইন্টিফিক ভাবে স্মার্ট ক্লাসের মাধ্যমে পড়াশোনা করানো হবে। যাতে করে শুরু থেকেই ছেলেমেয়েদের পড়াশোনার মূল ভিত তৈরি করা যায়। শুক্রবার রাজধানীর বোধজং স্কুলে শুরু করা হয়েছে প্রি প্রাইমারি সেকশন। এদিন এক অনুষ্ঠানে প্রি প্রাইমারি সেকশনের সূচনা করেন,সেকন্ডারি এডুকেশনের অধিকর্তা, চন্দ্রানী চন্দ্রন এলিমেন্টারি এডুকেশনের ডিরেক্টর সুভাষ বন্দ্যোপাধ্যায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন, মেয়র ইন কাউন্সিলর হিমানি দেববর্মা, জেলা শিক্ষা আধিকারিক রুপন রায় প্রমূখ।