জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নয়া শিক্ষানীতিতে চলতি শিক্ষাবর্ষে শুরু হয়ে গিয়েছে, কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া। প্রথম দিনে রাজধানীর উইমেন্স কলেজে ছাত্রীদের ভিড়ে রীতিমত তিল ধারণের জায়গা নেই | হিমশিম খাচ্ছে কলেজ কর্তৃপক্ষ। মাত্র ১৬০০ ছাত্রী এ বছর ভর্তি করানো হবে উইমেন্স কলেজে। তবে এবারের ভর্তিতে সাধারণ আর অনার্স বলে কোন কিছুই থাকলো না। প্রত্যেক ছাত্রী মেজর সাবজেক্টগুলোকে নিয়ে কলেজে ভর্তি হতে হবে ,সেখান থেকেই মেরিটের ভিত্তিতে অনার্সের সাবজেক্ট নির্বাচিত হবে। প্রসঙ্গত গত বছর কলেজগুলিতে অনলাইনে ভর্তি প্রক্রিয়া চালু থাকলেও। এবছর নয়া শিক্ষা নীতি চালু হওয়ার ফলে কম সময়ে আর অনলাইন ভর্তি প্রক্রিয়া করা সম্ভব হয়নি। ফলে ছাত্রীরা সরাসরি কলেজ থেকে ফর্ম সংগ্রহ করে ২২ তারিখের মধ্যে জমা দিয়ে ভর্তি হতে পারবে। জানিয়েছেন উইমেন্স কলেজের অধ্যক্ষা ড : মনিদিপা দেববর্মা।